
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বরফে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা। এই কনকনে ঠান্ডায় বিশেষ যত্নের প্রয়োজন হয় কাশ্মীরের দাচিগাম ন্যাশনাল পার্কের হিমালয় ব্ল্যাক বিয়ারদের। বদল আসে হিমালয় ব্ল্যাক বিয়ারদের খাদ্যাভাসেও। কনকনে শীতে হিমালয় ব্ল্যাক বিয়ারদের প্রয়োজনীয় পুষ্টিগুণ দিতে ভাল্লুকদের তালিকায় থাকে ফল, মধু, খেজুর,গুড়।